শুক্রবার ১৯ ডিসেম্বর ২০২৫ - ১২:৫৭
ম্যাসাচুসেটসে ইসরায়েলপন্থী এক পারমাণবিক বিজ্ঞানী নিহত

যুক্তরাষ্ট্রের আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের বরাতে জানা গেছে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (MIT)-তে কর্মরত একজন পারমাণবিক বিজ্ঞানী গতকাল নিজ বাড়িতে প্রাণঘাতী গুলিবর্ষণের শিকার হন।

হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, নুনো লোরেইরো—যিনি ইসরায়েলের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন—গতকাল ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের রাজধানী বোস্টনের নিকটবর্তী ব্রুকলিনে নিজের বাসভবনে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত হয়ে পড়ে থাকতে দেখা যায়। তাঁকে হাসপাতালে নেওয়ার পর আজ ভোরের দিকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। মার্কিন কর্মকর্তাদের প্রকাশিত তথ্যমতে, তাঁর শরীরে একাধিক গুলি লেগেছিল।

নরফোক কাউন্টির ডিস্ট্রিক্ট অ্যাটর্নির দপ্তর জানিয়েছে, এই গুলিবর্ষণের ঘটনা ঘিরে পরিস্থিতি ও সংশ্লিষ্ট সব বিস্তারিত বিষয় এখনও তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

ইহুদিবাদী গণমাধ্যম জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, লোরেইরো ২০১৬ সালে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষক পরিষদে যোগ দেন এবং ২০২৪ সালে ওই বিশ্ববিদ্যালয়ের “প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টার”-এর পরিচালক হিসেবে নিযুক্ত হন। তাঁর রাজনৈতিক ঝোঁকের কারণে কিছু ইহুদিবাদী সংগঠন তাঁর হত্যাকাণ্ডের সম্ভাব্য উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দাবি উত্থাপন করেছে।

রিপোর্ট: মুহাম্মদ মুনীর হুসাইন খান

আপনার কমেন্ট

You are replying to: .
captcha